হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে অবৈধভাবে মোবাইল সিম বিক্রয় চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি

মোবাইল সিম বিক্রয় চক্রের গ্রেপ্তার তিন সদস্য। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহে অবৈধভাবে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ও সংরক্ষণ এবং সেই তথ্য দিয়ে মোবাইল ফোনের সিম বিক্রয় চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে নগরীর গোহাইলকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (২২ মার্চ) দুপুরে কোতোয়ালি মডেল থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান।

গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহের ভালুকার মামারিশপুর এলাকার নাজমুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম প্রিন্স (২৯), টাঙ্গাইল মধুপুর ঝটাবাড়ী এলাকার মিরাজ আলীর ছেলে আজিজুল হক (২৪) ও নাগরপুরের করহাটা এলাকার শরীফ মোল্লার ছেলে তানভীর রহমান কাব্য (২৬)।

তাঁরা সবাই ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকায় বসবাস করতেন। এ সময় বিপুল পরিমাণ অবৈধ মোবাইল ফোনের সিম বিক্রয় কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।

ওসি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় বায়োমেট্রিক পদ্ধতিতে মানুষের আঙুলের ছাপ ব্যবহারের মাধ্যমে মোবাইল সিম রেজিস্ট্রেশন করে বিক্রয় করছে—এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নগরীর গোহাইলকান্দি তিনকোনা পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে হাফিজুল ইসলাম প্রিন্সকে আটক করা হয়।

পরে তাঁর দেখানো মতে আজিজুল ও তানভীরের গোহাইলকান্দি বাসার তৃতীয় তলার রুম থেকে ৩টি ল্যাপটপ, ৮টি মোবাইল সেট, একটি মোবাইল ট্যাব, ৪টি বাটন ফোন, ১৬টি ফিঙ্গার বায়োমেট্রিক স্ক্যানার, ২ বোতল রাবার পরিষ্কার করার কেমিক্যাল, ৩টি ফিঙ্গার হিটার মেশিন, ৩০০ গ্রামীণ স্কিটো সিম, ২৫০টি গ্রামীণ সিমের স্টিকার, ৩০ পিস ফিঙ্গার ছাপাযুক্ত নেগেটিভ ও বিপুল পরিমাণ বিভিন্ন ব্যক্তির এনআইডি নম্বর জব্দ করা হয়। তখন এই দুজনকে আটক করা হয়।

ওসি শফিকুল ইসলাম খান আরও জানান, চক্রটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মোবাইল ফোন অপারেটরে কর্মরত কিছু অসাধু কর্মীর সহায়তায় সিম বিক্রি বা সিম রিপ্লেসমেন্ট করে আসছিল। তাঁদের তিনজনকে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র