হোম > সারা দেশ > ময়মনসিংহ

মুক্তাগাছায় ৭ অটোরিকশা চালকের জেল

প্রতিনিধি

মুক্তাগাছা (ময়মনসিংহ): ময়মনসিংহের মুক্তাগাছায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত সিএনজি অটোরিকশা চালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার মুক্তাগাছার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এ রায় দেন। রায়ে পাঁচ সিএনজি চালককে তিন দিন করে ও দুই সিএনজি চালককে এক দিন করে জেল দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত সিএনজি চালকেরা হলেন—মুক্তাগাছার সত্রাশিয়া গ্রামের সৈকত (২৬), পাড়াটঙ্গীর রিপন (২২), রামনাথপুরের জোবায়ের (২৩), মন্ডলসেনের খলিলুর রহমান (৩৫) ও মানিকপুরের জালাল উদ্দিন (৩৫)। টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার চারালজানি গ্রামের তোফাজ্জল হোসেন (২৮) ও ফারুক হোসেন (২৮)।

জানা যায়, মুক্তাগাছা উপজেলায় অতিরিক্ত যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশা চলাচল করে। চালক নিজের আসনের দুই পাশেও দুজন যাত্রী বসান। এতে চালককে অত্যন্ত সংকুচিত হয়ে বসতে হয়। এতে গাড়ি চালাতে অসুবিধা হয়। সব মিলে মুক্তাগাছা উপজেলায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। এ ছাড়া এ রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে। এসব কর্মকাণ্ড সড়ক পরিবহন আইন ২০১৮ এর অধীনে অপরাধ। এ অপরাধের দায়ে এদের শাস্তি দেওয়া হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, সাজাপ্রাপ্ত আসামিদের কারাগারে পাঠিয়েছে মুক্তাগাছা থানা-পুলিশ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মুক্তাগাছা থানা-পুলিশ সহযোগিতা করেছে।

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ