হোম > সারা দেশ > ময়মনসিংহ

৯ মাসে মাত্র ৪ দিন অফিস করা সেই ইউপি সচিব হঠাৎ কর্মস্থলে

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব বিনা ছুটিতে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকলেও হঠাৎ আবার ইউপি কার্যালয়ে হাজির হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় তাঁকে ইউপি কার্যালয়ে দেখা গেছে। এ সময় ইউপি চেয়ারম্যানসহ বেশ কয়েকজন ইউপি সদস্যের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে দেখা যায় ইউপি সচিবকে।

অভিযোগ রয়েছে, ইউপি সচিব রাসেল আহম্মেদ বিনা ছুটিতে কর্মস্থলে অনুপস্থিত থাকলেও নিয়মিত সরকারি বেতন-ভাতা নিয়মিত উত্তোলন করে আসছেন। 

ইউপি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৪ আগস্ট বেলগাছা ইউপি কার্যালয়ে সচিব পদে যোগদান করেন রাসেল আহম্মেদ। যোগদানের পর মাত্র চার দিন কর্মস্থলে হাজির হন তিনি।

বেলগাছা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মালেক বলেন, ‘২০২৩ সালের ১৪ আগস্ট আমাদের ইউপি কার্যালয়ে সচিব পদে যোগদান করেন রাসেল আহম্মেদ। যোগদানের পর মাত্র চার দিন ইউপি কার্যালয়ে এসেছেন তিনি। তবে এই সময়ে নিয়মিত সরকারি বেতন-ভাতা নিয়েছেন তিনি।’

ইউপি চেয়ারম্যান আরও বলেন, ‘ইউপি সচিব কার্যালয়ে না আসায় লোকজন সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছিল। ইউপি সচিব ছাড়া কাজ চালানো বড়ই মুশকিল। গতকাল শনিবার বিকেলে ইউপি সচিব কার্যালয়ে এসেছিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, এখন থেকে নিয়মিত কর্মস্থলে আসবেন।’ 

অভিযুক্ত ইউপি সচিব রাসেল আহম্মেদ বলেন, ‘আমি এখন থেকে যথাযথভাবে দায়িত্ব পালন করব। ইউপি কার্যালয়ের কোনো কাজ পেন্ডিং রাখব না। ইউপি চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হবে।’ এত দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণ জানতে চাইলে জবাবে তিনি বলেন, ‘অতীতের কথা বাদ দিতে হবে। মোট কথা হচ্ছে, এখন নিয়মিত কাজ করব।’

এ বিষয়ে জানতে চাইলে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ইউপি সচিব রাসেল আহম্মেদের সঙ্গে কথা হয়েছে। এখন থেকে তিনি যথাযথভাবে তাঁর দায়িত্ব পালন করবেন।’

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন