হোম > সারা দেশ > জামালপুর

বশেফমুবিপ্রবিতে ১৯ দিন পর ক্লাসে ফিরবেন শিক্ষকেরা

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) শিক্ষকেরা উপাচার্যের অপসারণসহ ১০ দফা দাবিতে আন্দোলন করেন। ২ নভেম্বর থেকে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বন্ধ হয়ে যায় শিক্ষা কার্যক্রম। তবে আগামীকাল মঙ্গলবার থেকে শিক্ষা কার্যক্রমে ফিরবেন শিক্ষকেরা। 

শিক্ষা কার্যক্রমে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষকদের আন্দোলনের আহ্বায়ক ভারপ্রাপ্ত প্রক্টর ও সহকারী অধ্যাপক ড. মাহবুবুর রহমান। তবে ১০ দফা দাবিতে শিক্ষকদের আন্দোলন চলমান থাকবে বলেও জানান তিনি। 

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যালয় সূত্রে জানায়, ২০১৮ সালের ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ পান প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। শুক্রবার (১৮ নভেম্বর) উপাচার্যের নিয়োগের মেয়াদ শেষে চলে যান তিনি। তবে নতুন উপাচার্য হিসেবে এখন পর্যন্ত কেউ নিয়োগ পাননি। 

সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. মো. আল মামুন সরকার বলেন, ‘১০ দফা দাবি ও উপাচার্যের অপসরণের আন্দোলন শুরু হয়েছিল। মঙ্গলবার থেকে শিক্ষাকার্যক্রমে ফিরে যাব। তবে আন্দোলন চলমান থাকবে এবং অবস্থান কর্মসূচিসহ নানান ধরনের কর্মসূচি পালন করা হবে দাবি আদায়ে।’ 

ফিশারিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক কাউছার আহমেদ স্বাধীন বলেন, ১৯ দিন ধরে ক্লাস ও পরীক্ষা বন্ধ হয়ে যায়। হল থেকে অনেক শিক্ষার্থী বাড়িতে চলে গিয়েছিল। এখন শিক্ষার্থীরা হলে ফিরতে শুরু করেছেন। 

শিক্ষকদের আন্দোলনের আহ্বায়ক ভারপ্রাপ্ত প্রক্টর ও সহকারী অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের ফিরে যাচ্ছি। তবে দাবি আদায়ে আন্দোলন চলমান থাকবে।’ 

তিনি আরও বলেন, ‘সদ্য পলায়নকারী উপাচার্য ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদকে পুনরায় নিয়োগ না দিয়ে একজন সৎ, নিষ্ঠাবান ও নির্ভরযোগ্য শিক্ষাবিদকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার অনুরোধ করেন রাষ্ট্রপতিকে।’ 

গত ২ নভেম্বর শিক্ষকেরা ১০ দফা দাবি দিয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ কর্মবিরতি পালন শুরু করেন। পরে উপাচার্যের সঙ্গে শিক্ষকেরা ১০ দফা দাবি নিয়ে আলোচনায় বসেন।

টানা ৪ ঘণ্টার আলোচনায় কোনো সিদ্ধান্তে যেতে পারিনি। ৮ নভেম্বর উপাচার্যের অনিয়ম দুর্নীতি ও স্বজনপ্রীতি নিয়োগসহ দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। উপাচার্যের অপসারণ ও ১০ দফা দাবিতে লাগাতার আন্দোলন শুরু করেন শিক্ষকেরা। 

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ