হোম > সারা দেশ > জামালপুর

মাদারগঞ্জে ১৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

প্রতিনিধি

মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রোববার ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় মামলা করেছেন। এ মামলায় তিনজনকে আসামি করা হয়। 

 এ মামলার প্রধান আসামি উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ধলিরবন্দ এলাকার নজরুল ইসলামের ছেলে সুমন (২০)। বাকি দুজন হলেন এবাদুলের ছেলে এনামুল ও হাইমুদ্দিনের ছেলে জাকিরুল (২২)।

মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী মেয়েটি কড়ইচড়া ইউনিয়নের একজন দিনমজুরের মেয়ে। গত বৃহস্পতিবার রাতে মামলার প্রধান আসামি সুমন মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে জোর করে ধর্ষণ করেন। এ সময় মামলার দুই ও তিন নম্বর আসামি সুমনকে সহযোগিতা করেন। পরে তাঁরাও ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি তাঁদের হাত থেকে ছুটে বাড়িতে চলে আসে এবং অভিভাবকদের জানায়। এর ধারাবাহিকতায় ভুক্তভোগীর বাবা মামলা করেন।

এ প্রসঙ্গে মাদারগঞ্জ থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক জানান, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র