হোম > সারা দেশ > জামালপুর

মাদারগঞ্জে ১৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

প্রতিনিধি

মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রোববার ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় মামলা করেছেন। এ মামলায় তিনজনকে আসামি করা হয়। 

 এ মামলার প্রধান আসামি উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ধলিরবন্দ এলাকার নজরুল ইসলামের ছেলে সুমন (২০)। বাকি দুজন হলেন এবাদুলের ছেলে এনামুল ও হাইমুদ্দিনের ছেলে জাকিরুল (২২)।

মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী মেয়েটি কড়ইচড়া ইউনিয়নের একজন দিনমজুরের মেয়ে। গত বৃহস্পতিবার রাতে মামলার প্রধান আসামি সুমন মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে জোর করে ধর্ষণ করেন। এ সময় মামলার দুই ও তিন নম্বর আসামি সুমনকে সহযোগিতা করেন। পরে তাঁরাও ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি তাঁদের হাত থেকে ছুটে বাড়িতে চলে আসে এবং অভিভাবকদের জানায়। এর ধারাবাহিকতায় ভুক্তভোগীর বাবা মামলা করেন।

এ প্রসঙ্গে মাদারগঞ্জ থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক জানান, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত