ময়মনসিংহ: ময়মনসিংহে নবজাতক বিক্রি সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটেলিয়ান (র্যাব) -১৪। রোববার (২০ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব। এসময় তারাকান্দা উপজেলার বালিখাঁ ইউনিয়ন থেকে তাঁদের হেফাজতে থাকা ১০ দিন বয়সী একটি কন্যা সন্তান উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-শাহীন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের ম্যানেজার ইয়াসিন আরাফাত, নিউ আল বারাকা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সের নাঈম ওরফে রনি ও চতুর্থ শ্রেণির কর্মচারি জুবেদা আক্তার।
র্যাব-১৪ এর অধিনায়ক লে. কর্নেল আবু নাঈম মো. তালাত বলেন, শহরের শাহীন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল এবং নিউ আল বারাকা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স নামের দুটি প্রাইভেট ক্লিনিকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে উচ্চমূল্যে নবজাতক বিক্রির অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ছয়জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মানব পাচার আইনে একটি মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।