ময়মনসিংহের গফরগাঁওয়ে বজ্রপাতে চাচা ও ভাতিজার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের সতেরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, চাচা সুহেল মন্ডল (৪২) ও ভাতিজা রাজিব মন্ডল (৩২)। তাঁরা সম্পর্কে চাচাতো চাচা-ভাতিজা।
নিহতের স্বজন রুবেল মন্ডল জানান, উপজেলার সতেরবাড়ি গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে সুহেল মন্ডল। একই এলাকার বাসিন্দা আকবর মন্ডল। তাঁরা বাড়ির পাশে পুকুরের পানি নিষ্কাশন করে মাছ ধরছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় চেয়ারম্যান আবদুল্লাহ আল আমিন বিপ্লব।