হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে ভবনের টয়লেট থেকে বৃদ্ধ কেয়ারটেকারের রক্তাক্ত লাশ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি

প্রতীকী ছবি

ময়মনসিংহে টয়লেট থেকে সবুজ মিয়া (৭০) নামের এক বৃদ্ধ কেয়ারটেকারের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার পরানগঞ্জ রোড এলাকার জাহিন প্লাজায় এই ঘটনা ঘটে।

সবুজ মিয়া উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের চর শ্রীকলদী এলাকার বাসিন্দা।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, নিহত সবুজ মিয়া পরানগঞ্জ রোড এলাকার জাহিন প্লাজার কেয়ারটেকার ছিলেন। গতকাল বুধবার রাতে বাড়ি ফেরেননি তিনি। সকালে স্ত্রী তাঁকে খুঁজতে জাহিন প্লাজায় যান। বাসার সব কক্ষে খোঁজাখুঁজি করেও তাঁর খোঁজ মেলেনি।

কোতোয়ালি মডেল থানার ওসি বলেন, একপর্যায়ে বাসার টয়লেটের দরজা খুলে সবুজ মিয়াকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়ি নিয়ে যান তাঁর স্ত্রী। বাড়ি নেওয়ার পর গলায় দাগ ও কান দিয়ে রক্ত পড়তে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি সফিকুল ইসলাম আরও বলেন, সবুজ মিয়া কীভাবে মারা গেছেন তা এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার