হোম > সারা দেশ > ময়মনসিংহ

সেই শিশু ফিরেছে মায়ের কোলে

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দায় এক নারীর কাছে রেখে যাওয়া দেড় বছরের সেই ছেলেশিশু মায়ের কোলে ফিরেছে। আজ রোববার দুপুরে থানায় মা তাসলিমা আক্তারের (২০) হাতে তাকে তুলে দেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, ‘শিশুর মা তাসলিমা তারাকান্দা সদর ইউনিয়নের নলদিগি গ্রামের মৃত নুর ইসলামের মেয়ে। পারিবারিকভাবে একই উপজেলার ভুগলি গ্রামের শাহ আলমের সঙ্গে বিয়ে হয় তাঁর। তাঁদের সংসারে নুর তামজিদ নামের একটি ছেলেসন্তান হয়।’ 

সন্তান জন্মের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকত বলে জানান ওসি। তিনি বলেন, ‘কলহের কারণে তাসলিমা তাঁর বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন। সম্প্রতি তিনি তাঁর এক বৃদ্ধ চাচির কাছে ছেলে নুর তামজিদকে রেখে ঢাকায় চাকরি করতে যান। তাসলিমা তাঁর চাচিকে ঈদে বাড়িতে এসে কিছু টাকা দেওয়ার কথা বলে যান।’ 

এদিকে বৃহস্পতিবার রাতে তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের ধারাকান্দী গ্রামের দিনমজুর সায়েদুল ইসলামের বাড়িতে অসহায়ত্বের কথা বলে ছেলেশিশুকে নিয়ে আশ্রয় নেন ওই চাচি। এ সময় তিনি নাম-পরিচয় দেননি। পরদিন দুপুরে শিশুটিকে সায়েদুলের স্ত্রী মনোয়ারা বেগমের কাছে ফেলে উধাও হন তিনি। এ ঘটনায় শুক্রবার রাতে স্থানীয়রা পুলিশে জানান। 

ওই ঘটনায় ছেলেশিশুকে রেখে মা উধাও হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এসব সংবাদমাধ্যমে ঢাকা থেকে তাসলিমা তাঁর সন্তান হারানোর বিষয়টি জানতে পারেন। আজ তারাকান্দা থানায় এসে নিজের সন্তান বলে দাবি করেন তিনি। পরে পুলিশ যাচাই-বাছাই করে নিশ্চিত হয়ে শিশুটিকে তাসলিমার হাতে তুলে দেয়। 

ওসি আবুল খায়ের বলেন, ‘তাসলিমার চাচির বয়স বেশি। তাই ভুল করে হয়তো তিনি এমনটি করেছেন।’ ওই চাচির নাম প্রকাশ করেননি ওসি।

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা