ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জগামী আন্তনগর মোহনগঞ্জ এক্সপ্রেসের যাত্রাপথে সংযোগ হুক ভেঙে বগি রেখে ইঞ্জিন চলে গেছে অন্য স্টেশনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে শ্যামগঞ্জ স্টেশন থেকে ট্রেনটি মোহনগঞ্জের উদ্দেশে ছাড়ার পর চল্লিশা এলাকায় এ ঘটনা ঘটে। পরে ইঞ্জিনটি একটি বগিসহ নেত্রকোনা স্টেশনে গিয়ে পৌঁছায়।
নেত্রকোনা বড় রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যায় শ্যামগঞ্জ স্টেশনে পৌঁছে। যাত্রাবিরতি শেষে ছাড়ার কয়েক মিনিট পর চল্লিশা এলাকায় গিয়ে বগির সংযোগ হুক ভেঙে যায়। এতে একটি বগিসহ ইঞ্জিনটি নেত্রকোনা বড় স্টেশনে চলে আসে। আর বাকি বগিগুলো চল্লিশা এলাকায় থেকে যায়। ট্রেনটি উদ্ধারে ময়মনসিংহ থেকে ইঞ্জিন ও লোকজন আসছেন। তাঁরা এসে সমস্যা সমাধান করে ট্রেনটি চালু করবেন। এতে কিছুটা সময় লাগবে।
এদিকে এমন ঘটনার পর ঢাকা থেকে আসা বারহাট্টা ও মোহনগঞ্জের যাত্রীরা বেশ বিপাকে পড়েন। অনেকে ট্রেন থেকে নেমে বাস ও অন্যান্য যানবাহনে গন্তব্যে রওনা হন।
মোহনগঞ্জ শহরের বাসিন্দা রফিকুজ্জামান ইদ্রিস বলেন, ‘ময়মনসিংহ থেকে বাড়ি যাওয়ার জন্য মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে উঠেছিলাম। পথে শ্যামগঞ্জ স্টেশন ছাড়ার কিছু সময় পর হঠাৎ করে ট্রেনের গতি কমতে থাকে। পরে জানা গেছে যে ট্রেনের ইঞ্জিন চলে গেছে বগি ফেলে। শেষে বাধ্য হয়ে যাত্রীরা ট্রেন থেকে নেমে বাস ও সিএনজি অটোরিকশায় করে গন্তব্যে রওনা হন। মালপত্র নিয়ে যাত্রীরা বেশ দুর্ভোগের শিকার হন। আমি নিজেও বাসে করে গন্তব্যে রওনা হই।’