হোম > সারা দেশ > শেরপুর

নকলায় ধর্ষণের আসামিকে ছিনিয়ে নিয়ে বিচার করতে থানা ঘেরাও

নকলা (শেরপুর) প্রতিনিধি 

শেরপুরের নকলায় ধর্ষণ মামলার আসামিকে ছিনিয়ে নিয়ে নিজেরাই বিচার করতে থানা ঘিরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী, এলাকাবাসী ও শিক্ষার্থীদের অবস্থান। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের নকলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে হওয়া মামলায় আশিক মিয়া (২০) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে পাঠাকাটা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এদিকে আসামি গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বেলা দেড়টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী, এলাকাবাসী ও শিক্ষার্থীরা আশিককে ছিনিয়ে নিতে নকলা থানা ঘিরে বিক্ষোভ করতে থাকে। তারা আশিকের বিচার নিজেরাই করবে জানিয়ে আসামিকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়।

ঘণ্টা দেড়েক পর বিক্ষোভকারীরা থানা ছেড়ে ফটকের সামনে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে নকলা থানায় যান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম। তাঁকে দেখে আন্দোলনকারীরা ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকে। পরে অতিরিক্ত পুলিশ সুপার উপজেলা বিএনপির আহ্বায়ক খোরশেদুর রহমানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা এবং উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এস এম মাসুম, রাইয়্যান আল মাহাদি অন্তর ও ইমাম হাসান সাব্বিরকে নিয়ে ওসির কক্ষে রুদ্ধদ্বার বৈঠক করেন।

প্রায় ৪০ মিনিট ধরে চলা বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম ধর্ষণ মামলার অপর আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আশ্বাস দিলে থানা থেকে বেরিয়ে যান নেতারা। পরে বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনকারীরা সড়ক থেকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

আব্দুর করিম বলেন, ‘কারও আইন হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। ধর্ষণের বিষয়ে থানায় মামলা হয়েছে। আমরা অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারব।’

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার