হোম > সারা দেশ > নেত্রকোণা

কেন্দুয়ায় রাতে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে হামলায় আহত যুবকের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় রাতে ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে হামলায় আহত সাকিম মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামের শান্ত মিয়ার ছেলে।

সাকিমের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর রাতে স্থানীয় একটি মাদ্রাসায় ওয়াজ মাহফিলে যান সাকিম। সভায় একই গ্রামের আজিজুল হকসহ কিছু বখাটে নারীদের উত্ত্যক্ত করছে দেখে প্রতিবাদ করেন সাকিম। এরই জেরে সভা থেকে রাত ১১টার দিকে বাড়ি ফেরার পথে তাঁর ওপর হামলা করা হয়। এ সময় সাকিমের সঙ্গে থাকা টাকাপয়সা নিয়ে যায়। আহত সাকিমকে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনার পর গত ২৫ অক্টোবর সাকিম মিয়ার বাবা শান্ত মিয়া বাদী হয়ে আজিজুল হককে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা করেন।
 
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক আজকের পত্রিকাকে বলেন, লাশ এখনো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের রয়েছে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আগে করা মামলাটিই এখন হত্যা মামলা হিসেবে গণ্য হবে।

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার