হোম > সারা দেশ > জামালপুর

সাবেক ভূমিমন্ত্রীকে বাসায় পৌঁছে দিয়েছে পুলিশ

শেরপুর প্রতিনিধি

ছবি: সংগৃহীত

কোনো মামলা না থাকায় এবং বয়স্ক বিবেচনায় জামালপুর-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা (৯০) ও তাঁর স্ত্রী সালমা বেগমকে (৮০) জামালপুরের নিজ বাসায় পৌঁছে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) রাত ১১টার দিকে তাঁকে জামালপুর শহরের কাচারিপাড়া এলাকার বাসায় পৌঁছে দেওয়া হয়। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে তাঁকে বহনকারী পুলিশ ভ্যানের সঙ্গে সেনাবাহিনীর দুটি গাড়ি ছিল। এর আগে একই দিন রাত ৮টার দিকে শেরপুর সদর থানার পুলিশ তাঁকে জামালপুর সদর থানায় পাঠায়।

মঙ্গলবার বিকেলে শেরপুর সদর সাবরেজিস্ট্রারের কার্যালয়ে জমি বিক্রি করতে গিয়ে বিএনপির নেতা-কর্মীদের হাতে আটক হন সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও তাঁর স্ত্রী সালমা বেগম। পরে খবর পেয়ে শেরপুর সদর থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, শেরপুরে কোনো মামলা না থাকায় সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও তাঁর স্ত্রীকে জামালপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক বলেন, রেজাউল করিম হীরার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তিনি বার্ধক্যের কারণে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। তাঁর স্মৃতিশক্তিও দুর্বল। এসব বিষয় বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাঁর স্ত্রী ও এক আত্মীয়কে জিম্মাদার করে তাঁকে বাসায় পাঠানো হয়েছে।

উল্লেখ্য, রেজাউল করিম হীরা ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-৫ (সদর) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৯ সালের আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং পরে উপদেষ্টা ছিলেন। এ ছাড়া তাঁর স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার