হোম > সারা দেশ > ময়মনসিংহ

আগুনে পুড়ল আইসক্রিম কারখানা-গুদাম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

আগুনে আইসক্রিমের কারখানা পুড়ে গেছে। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি আইসক্রিম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার পাট বাজারের উদয় আইসক্রিম ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।

এতে কারখানাটির বিভিন্ন সরঞ্জাম এবং পাশে থাকা একটি মুদিদোকানের গুদাম পুড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কারখানার মালিক তাপস চন্দ্র শাহ বলেন, ‘ভোরে খবর পাই ফ্যাক্টরিতে আগুন লেগেছে। এসে দেখি, ফ্যাক্টরিতে থাকা ১২টি ডিপ ফ্রিজসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে।’

স্থানীয় সূত্র জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকাল ৬টার দিকে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও আইসক্রিম ফ্যাক্টরি ও মুদিদোকানের গোডাউনে থাকা মালামাল পুড়ে যায়।

কারাখানার বিভিন্ন সরজ্ঞাম আগুনে পুড়ে গেছে। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার শাহীন মিয়া বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র