ময়মনসিংহের ভালুকায় পুকুরের পানিতে ডুবে ইকরামুল আরাফ নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার ধামশুর পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আরাফ ওই গ্রামের এখলাস উদ্দিনের ছেলে।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শিশুর মা মাবিয়া আক্তার রুপা আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার সকালে নাস্তা তৈরির সময় হঠাৎ আরাফ নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে পানিতে আরাফের পা ভাসতে দেখেন তিনি। এ সময় তার ডাক-চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসে। পরে পুকুরের পানি থেকে আরাফের মরদেহ উদ্ধার করে।’