হোম > সারা দেশ > ময়মনসিংহ

রমজান মাসে ক্লাস চলায় ভালুকায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সোনার বাংলা উচ্চবিদ্যালয় বন্ধের দাবিতে শিক্ষার্থীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। আজ সোমবার দুপুরে ওই বিদ্যালয়ের গেটের সামনে মহাসড়ক অবরোধ করে তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে বিদ্যালয় বন্ধের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

শিক্ষার্থীরা জানায়, পবিত্র রমজান মাসে সারা দেশে সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ে নিয়মিত ক্লাস চলছে। শিক্ষার্থীরা স্কুল বন্ধের জন্য প্রধান শিক্ষকের কাছে দাবি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির এক সদস্য এক শিক্ষার্থী লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। 

এ ঘটনায় শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে স্কুল বন্ধ ও কমিটি পরিবর্তনের দাবিতে ওই বিদ্যালয়ের গেটের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে ভালুকা মডেল থানা-পুলিশ, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকেরা ঘটনাস্থলে গিয়ে স্কুল বন্ধের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম মানিক জানান, স্কুল বন্ধের দাবিতে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরে শিক্ষার্থীদের স্কুল বন্ধের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

ম্যানেজিং কমিটির সভাপতি শাহাব উদ্দিন তালুকদার বলেন, ‘আমি শুনেছি কমিটির সদস্য এক শিক্ষার্থীর গায়ে আঘাত করেছে। শিক্ষার্থীরা না চাইলে স্কুল বন্ধ থাকবে। কোনো ছাত্রের ওপর লাঠি পেটা করা অবশ্যই অপরাধ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ জানান, রমজান মাসে সরকারিভাবে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল খোলা রাখার কোনো সুযোগ নেই।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিয়েছে।

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩