হোম > সারা দেশ > জামালপুর

বকশীগঞ্জে পাটের গুদামে আগুন, পুড়ে গেছে ৮৬ লাখ টাকার পাট

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে পাটের গুদাম আগুনে পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে পৌর শহরের চরকাউরিয়া পশ্চিম মাঝপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে ৮৬ লাখ টাকার পাট পুড়ে গেছে বলে দাবি করেছেন গুদামের মালিক। 

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে বকশীগঞ্জের পাট ব্যবসায়ী জুয়েল মিয়ার গুদামে আগুন লাগে। এরপর স্থানীরা ফায়ার সার্ভিসকে খবর দিলে চারটি ইউনিট এসে পঁঅচ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। তবে গুদামে থাকা প্রায় ৩ হাজার মণ পাট আগুনে পুড়ে যায়। 

এ নিয়ে পাটগুদামের মালিক জুয়েল মিয়া বলেন, ‘গতকাল রাত ৮টার দিকে জানতে পারি, গুদামে আগুন লেগেছে। গুদামে প্রায় ৩ হাজার মণ পাট ছিল, যার বাজার মূল্য ৮৬ লাখ টাকার মতো। সব পুড়ে গেছে। 

বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তুহিনুল উল হক জানান, ‘বকশীগঞ্জ ও শ্রীবরদী উপজেলা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কীভাবে আগুনের সূত্রপাত তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। 

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন