হোম > সারা দেশ > নেত্রকোণা

অটোচালককে পিটিয়ে ভাইরাল হওয়া সেই এসআইকে প্রত্যাহার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে অটোরিকশাচালক মন্তু মিয়াকে বাজারে ফেলে বেধড়ক পিটিয়ে ভাইরাল হওয়া পুলিশের সেই এসআই মো. মোনাহার হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্ত করা হচ্ছে।

প্রত্যাহার হওয়া এসআই মোনাহার হোসেন মোহনগঞ্জ থানার আওতাধীন আদর্শনগর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ। আর ভুক্তভোগী মন্তু মিয়া নওহাল এলাকার বাসিন্দা।

জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ গতকাল শুক্রবার বিকেলে তাঁকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করেন। পাশাপাশি ঘটনা তদন্তের নির্দেশ দেন।

শনিবার মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনা তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের স্টেশন রোডে মন্তু মিয়ার অটোরিকশা এসআই মোনাহারের মোটরসাইকেলকে সামান্য ধাক্কা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মোনাহার অটোরিকশাচালক মন্তু মিয়াকে শার্টের কলার ধরে টেনে নামিয়ে রাস্তায় ফেলে বেধড়ক লাথি, কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে একটি দোকানের গলিতে নিয়ে ফের নির্মমভাবে পেটান তাঁকে। এ সময় উপস্থিত লোকজন মোনাহারের হাত থেকে মন্তুকে বাঁচাতে এগিয়ে গেলে তাদের ওপর চড়াও হন তিনি।

পরদিন এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক প্রতিক্রিয়া দেখান এলাকাবাসী। এসআই মোনাহারের শাস্তি দাবি করেন স্থানীয়সহ বিভিন্ন প্রান্তের মানুষ। বিষয়টি জেলা পুলিশ সুপারের নজরে এলে দ্রুত এসআই মোনাহারকে প্রত্যাহার করেন।

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা