হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে যত্রতত্র অটো-সিএনজি স্ট্যান্ড উচ্ছেদে ওসির অভিযান

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

ঈশ্বরগঞ্জে যানজট নিরসনে যত্রতত্র অটো-সিএনজি স্ট্যান্ড উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। আজ সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া। 

সম্প্রতি দেখা যায়, ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় নির্দিষ্ট বাস টার্মিনাল ও অটো-সিএনজি স্ট্যান্ড থাকা সত্ত্বেও ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ওপর ও ঈশ্বরগঞ্জ শহরের প্রাণকেন্দ্র মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের আশপাশে যত্রতত্র গড়ে উঠেছে অটো-সিএনজি ও মাহেন্দ্র স্ট্যান্ড। শহরের এমন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বাস থামিয়ে যাত্রী উঠানামা করা ও যত্রতত্র অটো-সিএনজি স্ট্যান্ড গড়ে ওঠার কারণে মহাসড়কগুলোতে সাধারণ পথচারীদের সমস্যায় পড়তে হয়। আন্তর্জাতিক মহাসড়কগুলোতে এমন অবস্থা তৈরির কারণে একদিকে যেমন তৈরি হয় তীব্র যানজট অন্যদিকে বাড়ে দুর্ঘটনার প্রবণতা। 

সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, তীব্র যানজট ও দুর্ঘটনার প্রবণতা কমাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক ও পৌর এলাকার আশপাশে থাকা ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজি, মাহেন্দ্রসহ তিন চাকার যানগুলো সরিয়ে দিচ্ছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আব্দুল কাদের মিয়া। এ ছাড়াও বাসগুলোকে নির্দিষ্ট টার্মিনালে থামিয়ে যাত্রী ওঠানামারও নির্দেশ দেন তিনি। 

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আব্দুল কাদের মিয়া বলেন, ঈশ্বরগঞ্জ পৌর শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের আশপাশে যত্রতত্র অটো-সিএনজি গড়ে ওঠায় এবং বাস থামিয়ে যাত্রী উঠানামা করায় তীব্র যানজট সৃষ্টি হয়। তাই ওখান থেকে অটো-সিএনজিসহ তিন চাকার যানগুলো সরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়াও বাসগুলোকেও এখানে না থামানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। 

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০