গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের দুর্বাচর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আকন্দের (৭০) দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার জানাজা শেষে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান প্রদর্শন করেন গৌরীপুর থানার পুলিশের একটি চৌকস দল। এর আগে মরহুমের কফিনে শ্রদ্ধা জানান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুর রহিম ও ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান মফিজুন নূর খোকা।
উল্লেখ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আকন্দ বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।