হোম > সারা দেশ > ময়মনসিংহ

মুক্তাগাছায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু, আহত ৩ 

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের মুক্তাগাছায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টা ও গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় দুর্ঘটনা দুটি ঘটে। 

নিহতরা হলেন, মুক্তাগাছার ধানুকা গ্রামের সুরজ আলী স্ত্রী রিনা খাতুন (৫০) ও শহরের মনিরামবাড়ি এলাকার আব্দুল জুলহাসের ছেলে মো. মাহিন মিয়া (১৬)। 

আহতরা হলেন-ছালড়া গ্রামের মুজাম্মেলের ছেলে আরিফুল আলম (৩২), শহরের মনিরাম বাড়ির মজিবুর রহমানের ছেলে আমির উদ্দিন (২৩) ও সিএনজি ড্রাইভার সজিব (১৭)। 

জানা যায়, ময়মনসিংহের জামালপুর মহাসড়কের পদুরবাড়ী এলাকায় ময়মনসিংহ থেকে জামালপুরগামী ট্রাক চেচুয়া থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি সিএনজিকে চাপা দেয়। এ সময় রিনা খাতুন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় সিএনজির আরও তিন যাত্রী আহত হন। মুমূর্ষু অবস্থায় আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর ট্রাকটি জব্দ করলেও ড্রাইভার পালিয়ে যায়। 

এর আগে, গতকাল রাত সাড়ে ৮টায় মুক্তাগাছার বড়হিস্যা বাজারে এক মোটরসাইকেল আরোহীকে ইউনাইটেড গ্রুপের একটি তেলবাহী ট্যাংকার চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান মো. মাহিন মিয়া। পুলিশ ট্যাংকারসহ ড্রাইভারকে আটক করে আদালতে সোপর্দ করেছে। 

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, উক্ত দুইটি ঘটনায় মুক্তাগাছা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। 

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব