হোম > সারা দেশ > নেত্রকোণা

মধ্যরাতে হঠাৎ আগুন পুড়ে মরল তিন গাভি

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের সরকার বাড়িতে গত মঙ্গলবার গভীর রাতে হঠাৎ আগুন লাগে। এতে রথীন সরকারের বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘর পুড়ে যায়। লোকজন কোনো রকম বেরিয়ে এসে প্রাণে বাঁচে। তবে আগুনে পুড়ে মারা যায় তিনটি অস্ট্রেলিয়ান গাভি। এর একটির পেটে বাছুর ছিল।

এ বিষয়ে আজ বুধবার জানতে চাইলে রথীন সরকারের ভাই রবীন সরকার বলেন, মঙ্গলবার রাতে তাঁর মেজো ভাই রথীন সরকার কৃষিজমিতে সেচের পানি দিতে বাড়ির বাইরে ছিলেন। বসতঘরে রথীনের স্ত্রী ও তিন সন্তান ঘুমিয়েছিলেন। রাত ১২টার দিকে হঠাৎ আগুনের তাপে তাঁদের ঘুম ভাঙে। শুরু হয় চিৎকার-চেঁচামেচি। চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে আসেন। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। 

পরে সদর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভান। কিন্তু ততক্ষণে লাগোয়া তিনটি ঘরই পুড়ে যায়। গোয়ালঘরে তিনটি অস্ট্রেলিয়ান গাভি ছিল। সেগুলো বের করা সম্ভব হয়নি। তাই পুড়ে মরে। এ ছাড়া ধান-চাল, আসবাব, ফ্রিজ, টিভি, দুটি সাইকেল, তিনটি মোবাইল ফোন পুড়ে যায়। 

সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান আলী আহসান সুমন গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। 

জেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আনোয়ার হোসেন বলেন, আগুন কীভাবে লাগে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের লোকজনের দাবি, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাঁদের পক্ষ থেকে কোনো হিসাব করা হয়নি।

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত