হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা–বাবা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ভালুকা উপজেলায় মাদকাসক্ত ছেলের উৎপাত সইতে না পেরে পুলিশে সোপর্দ করলেন মা–বাবা। গত মঙ্গলবার উপজেলার বরাইদ গ্রামে ঘটনাটি ঘটে। মাদকাসক্ত ওই ছেলের নাম মোশাররফ (২৫)। তার বাবা আব্দুল মতিন একজন কৃষক আর মা গৃহিণী।

জানা যায়, আব্দুল মতিনের আদরের সন্তান মোশাররফ সব সময় মাদক সেবনে আসক্ত থাকে। নেশার টাকার জন্য প্রতিদিন বাবা–মাকে অত্যাচার করে। ছেলের কাছে বৃদ্ধ বাবা–মা অসহায়। তাই তার বাবা নিরুপায় হয়ে গ্রামবাসী ও উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সহযোগিতায় তাকে পুলিশের হাতে তুলে দেন।

বাবা আব্দুল মতিন বলেন, `দীর্ঘদিন ধরে ছেলে মাদকাসক্ত। নেশার পথ থেকে তাকে ফেরানোর জন্য সব চেষ্টায় করেছি। সে কোনো কথাই শোনেনি। বৃদ্ধ বয়সে মাদকের টাকার জন্য ছেলের হাতে মারও খেতে হয়েছে আমি ও আমার স্ত্রীকে। ছেলের ভয়ে ফসলি জমি বিক্রি করে টাকা দিই। ভালো পথে ফেরানোর জন্য বিয়ে করাই। একে একে তিনটি বিয়ে করে সে। কিন্তু নেশাগ্রস্ত হওয়ায় কোনো বউ থাকেনি। মাদকের টাকা না পেলে সে পাগলের মতো হয়ে যেত। ছেলের অত্যাচারে বাড়ি–ঘরে থাকতে পারিনি। গ্রামের মাতব্বরদের কাছে বিচার দিই। তাতেও কোনো ফল হয়নি। বাধ্য হয়ে পুলিশের হাতে তুলে দিই।'

বরাইদ গ্রামের আওয়ামী লীগের নেতা মো. আকতার হোসেন সরকার জানান, মাদক সেবন ও বাবা–মাকে মারধর করার জন্য মোশারফের বিরুদ্ধে গ্রামে অনেকবার সালিশ হয়েছে। কিন্তু তারপরও কোনো সুফল পাওয়া যায়নি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইন উদ্দিন জানান, মাদকাসক্ত ছেলেকে তার বাবা পুলিশের হাতে তুলে দিয়েছেন। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, `মোশারফকে আমাদের হাতে দেওয়ার পর আমরা তাকে আদালতে পাঠিয়েছি।'

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা