গত জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চাওয়ার দায়ে প্রত্যাহার হওয়া জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধরকে উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করতে দেখা গেছে। গতকাল মঙ্গলবার ইসলামপুর উপজেলা পরিষদ নির্বাচনে পুলিশের স্ট্রাইকিং ফোর্সের ইনচার্জের দায়িত্বে ছিলেন তিনি।
সরেজমিনে দেখা গেছে, ভোট গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত একটি সাদা রঙের মাইক্রোবাসযোগে ফোর্স নিয়ে উপজেলার গোয়ালেরচর ও গাইবান্ধা ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখভাল করেন পুলিশের স্ট্রাইকিং ফোর্সের ইনচার্জের দায়িত্বে থাকা শ্যামল চন্দ্র ধর। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচনে গোয়ালেরচর ও গাইবান্ধা ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে স্ট্রাইকিং ফোর্সের ইনচার্জের দায়িত্ব পালন করেছি। ভোট গ্রহণে কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টির খবর পাওয়া যায়নি।’
পুলিশ লাইনসে সংযুক্ত হওয়ার পর কোথাও পদায়ন হয়েছে কি না, জানতে চাইলে জবাবে শ্যামল চন্দ্র ধর বলেন, ‘এখনো পদায়ন হয়নি। পুলিশ লাইনসেই সংযুক্ত আছি।’