হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি

জামালপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন প্রণয় কান্তি দাস। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ওই শিক্ষার্থীর ডেঙ্গু শনাক্ত হওয়ার পর জামালপুর জেনারেল হাসপাতালে তার চিকিৎসা চলছিল। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’ 

ওই শিক্ষার্থীর নাম মো. রোহান (১৭)। সে পৌর শহরের লাঙ্গলজোড়া এলাকার মো. আজিজল হকের ছেলে। 

রোহানের পরিবার বলছে, পাঁচ দিন আগে রোহান জ্বরে আক্রান্ত হয়। বাড়িতেই তার চিকিৎসা চলছিল। অবস্থা সংকটাপন্ন হলে গত রোববার জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১০টার দিকে মারা গেছে রোহান।

এদিকে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে জামালপুর জেনারেল হাসপাতালে ১০ জন, মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন, ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি হয়েছে। 

এ পর্যন্ত পুরো জেলায় হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৪৯।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা