হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি

জামালপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন প্রণয় কান্তি দাস। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ওই শিক্ষার্থীর ডেঙ্গু শনাক্ত হওয়ার পর জামালপুর জেনারেল হাসপাতালে তার চিকিৎসা চলছিল। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’ 

ওই শিক্ষার্থীর নাম মো. রোহান (১৭)। সে পৌর শহরের লাঙ্গলজোড়া এলাকার মো. আজিজল হকের ছেলে। 

রোহানের পরিবার বলছে, পাঁচ দিন আগে রোহান জ্বরে আক্রান্ত হয়। বাড়িতেই তার চিকিৎসা চলছিল। অবস্থা সংকটাপন্ন হলে গত রোববার জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১০টার দিকে মারা গেছে রোহান।

এদিকে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে জামালপুর জেনারেল হাসপাতালে ১০ জন, মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন, ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি হয়েছে। 

এ পর্যন্ত পুরো জেলায় হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৪৯।

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার