হোম > সারা দেশ > ময়মনসিংহ

নেত্রকোনায় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন পালন

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৫ তম জন্মদিন পালন করা হয়েছে। আজ সোমবার ‘হিমু পাঠক আড্ডা’ নামের একটি সংগঠনের আয়োজনে এ জন্মদিন পালন করা হয়।

আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে সংগঠনের সদস্যরা। আজ সকাল ১১টার দিকে আনন্দ শোভাযাত্রাটি শহরের সাতপাই থেকে শুরু হয়ে মোক্তারপাড়া খেলার মাঠে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক আলপনা বেগম এতে নেতৃত্ব দেন।

সংগঠনের সদস্যরা হিমু-রুপা সেজে এতে অংশ নেয়। পরে কেক কেটে জন্মদিন পালন করা হয়। প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার আয়োজনের উদ্বোধন করেন।

পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিসিট) বিপীন চন্দ্র বিশ্বাস উৎসবে যোগ দিয়ে কেক কাটেন।

জন্মদিন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সন্ধ্যায় গান আড্ডায় সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া অনুষ্ঠানে অধ্যাপক মতীন্দ্র সরকার, সাংবাদিক শ্যামলেন্দু পাল, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাবের সদস্যসচিব হাবিবুর রহমান, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, চন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ আনোয়ার হাসান, মৃনাল কান্তি চক্রবর্তী, কবি সাজ্জাদ খান, কলেজশিক্ষক সাইফুল আলম স্বপন, বাউল সমিতির নেতা বেতারের শিল্পী আবুল বাশারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।

হুমায়ূন আহমেদের পৈতৃক ভিটা নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে নানা আয়োজনে জন্মদিন পালন করা হয়।

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা