হোম > সারা দেশ > জামালপুর

মোটরসাইকেল কিনে না দেওয়ায় গায়ে আগুন, চিকিৎসাধীন কলেজশিক্ষার্থীর মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় নাছিম উদ্দিন (১৭) নামে এক কলেজশিক্ষার্থী তার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। গুরুতর আহত অবস্থায় গতকাল শনিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

আজ রোববার বিকেলে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। উপজেলার আওনা ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

নাছিম উদ্দিন উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশ বাজার এলাকার জয়নাল আবেদীনের ছেলে নাছিম উদ্দিন। সে আওনা দৌলতপুর কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাবা জয়নাল আবেদীনের কাছে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বায়না করে আসছিল নাছিম। গত ২৪ মার্চ (শুক্রবার) সে তার বাবাকে মোটরসাইকেল কিনে দিতে দুই দিনের সময় বেঁধে দেয়। দুই দিন অতিবাহিত হলে গত ২৬ মার্চ (রোববার) বিকেলে সে তার বসতঘরে নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাতে তার মৃত্যু হয়। 

নিহত নাছিম উদ্দিনের বাবা জয়নাল আবেদীন জানান, মোটরসাইকেল কিনে না দিতে পারায় সে অভিমান করে গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। আজ রোববার বিকেলে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। 

এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) উপপরিদর্শক সারোয়ার হোসেন জানান, গায়ে পেট্রল ঢেলে নিজের গায়ে আগুন দিয়ে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থানায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার