হোম > সারা দেশ > ময়মনসিংহ

গফরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ, স্বামী-শাশুড়ি লাপাত্তা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনিসংহের গফরগাঁওয়ে স্বামীর বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার কদমরসুলপুর গ্রামের এ ঘটনার পর স্বামী ইমরান ও তাঁর মা পালিয়ে গেছেন।

তাঁদের ঘরের আড়ার সঙ্গে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মৌসুমি আক্তারের (২৩) মরদেহ পাওযা যায় বলে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ জানিয়েছেন।

আজকের পত্রিকাকে তিনি বলেন, মৃত্যুর আগে শুক্রবার সকালে বাড়ির ভিটা ভাগ বাটোয়ারা নিয়ে শাশুড়ির সঙ্গে মৌসুমির তর্ক হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। এই ঘটনার জেরে ইমরান তাঁর স্ত্রী মৌসুমিকে চর থাপ্পর দেয়। পরিবারের দাবি, সবার অগোচরে দুপুরের পর কোনো একসময় মৌসুমি আত্মহত্যা করেন। 

‘ময়নাতদন্তের পর অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

স্বজনরা পুলিশকে জানান, প্রায় দশ বছর আগে কদমরসুলপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ইমরানের (৩২) সঙ্গে একই এলাকার চকপাড়া গ্রামের আফছর আলীর মেয়ে মৌসুমি আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। তাঁদের বাহাদুর (৮) নামে এক ছেলে সন্তান রয়েছে। সন্তান জন্মের পর থেকে পারিবারিক নানা বিষয়ে বউ-শাশুড়ী ও স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব লেগেই ছিল।

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ