হোম > সারা দেশ > ময়মনসিংহ

বাঁশঝাড়ে মাটি খুঁড়ে ২১ কেজি গাঁজা জব্দ, আটক ১

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

বাঁশঝাড়ে মাটির নিচে সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে খাকি স্কচটেপ মোড়ানো ছিল ২১ কেজি গাঁজা। মাটিতে পুঁতে রাখা সাতটি প্যাকেটে রাখা এসব গাঁজা মঙ্গলবার দুপুরে উদ্ধার করেছে ময়মনসিংহের গৌরীপুর থানা-পুলিশ। 

এ সময় এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক উপজেলার সিধলা ইউনিয়নের হাসনপুর উত্তরপাড়ার বাসিন্দা এরশাদ মিয়া (৩২)। পুলিশের দাবি তিনি একজন মাদক ব্যবসায়ী। 

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞার (পিপিএম) নির্দেশে অভিযানটি পরিচালনা করা হয়েছে বলে জানান গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান। 

থানা সূত্রে জানা যায়, ওসির নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিরস্ত্র) শাহজালাল, এএসআই (নিরস্ত্র) দেলোয়ার হোসেন, এএসআই (নিরস্ত্র) শাহীনুল বারী, এএসআই (নিরস্ত্র) শাহাদাত হোসেন, মোজাম্মেল হক, ছামিউল হক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। 

এ সময় ১০ নম্বর সিধলা ইউনিয়নের হাসনপুর উত্তরপাড়া গ্রামের মো. এরশাদ মিয়ার বসতবাড়ির পেছনে বাঁশঝাড়ের নিচে সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে খাকি স্কচটেপ দ্বারা মোড়ানো ৭টি প্যাকেট উদ্ধার করা হয়। এতে ২১ কেজি গাঁজা রয়েছে। 

ওসি আরও বলেন, এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা