হোম > সারা দেশ > ময়মনসিংহ

সৌদি আরবের সাথে মিল রেখে ময়মনসিংহে ঈদের নামাজ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে চর ঝাউগড়ায় ঈদুল আজহার নামাজ আদায় হয়। ছবি: আজকের পত্রিকা

সৌদি আরবের সাথে মিল রেখে ময়মনসিংহে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের চর ঝাউগড়া সুরেশ্বরীয়া বেলায়েতীয়া পাক দরবার শরীফ মাঠে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় নামাজ শুরু হলেও সাড়ে ৮টা থেকেই মুসল্লিরা আসতে শুরু করেন। নামাজে ইমামতি করেন কারি মাসুদ মিয়া সুরেশ্বরী।

নামাজ শেষে মুসল্লী নূর ইসলাম বলেন, ‘সৌদি আরবের সাথে মিল রেখে আমরা বেশ কয়েক বছর ধরে নামাজ আদায় করছি। প্রতিবছরেই আমাদের মুসল্লির সংখ্যা বাড়ছে। তরিকতের ভাইয়েরা একসাথে নামাজ পড়ার আনন্দই আলাদা।

আরেক মুসল্লি মো. আলমগীর বলেন, ‘সৌদি আরবের সাথে মিল রেখে নামাজ আদায় করেছি। নামাজ শেষে মিষ্টি খেয়েছি মাঠেই। এটি একটি বাড়তি আনন্দ। তবে আমরা অনেকেই সবার সঙ্গে এক হয়ে আগামীকাল কোরবানি দিব।’

সুরেশ্বর দরবার শরীফের খাদেম মো. আবু সাঈদ বলেন, ‘আমরা সকলকে আহ্বান জানাই, আগামীতে তারাও যেন আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সৌদি আরবের সাথে তাল মিলিয়ে নামাজ আদায় করে।’

কারি মাসুদুর রহমান সুরেশ্বরী বলেন, ‘হাদিস-কোরআন ও সকল আলেম উলামা এর পক্ষে। তারা যদি বিপক্ষে থাকত তাহলে ২০ বছর ধরে মাঠে নামাজ পড়তে পারতাম না। বর্তমান সরকার ও প্রশাসন আমাদের পক্ষে থেকে নানা ভাবে সহযোগিতা করছে।’

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক স্বপন আকন্দ বলেন, চর ঝাউগড়ায় আমার নেতৃত্বে পুলিশের চার সদস্য সকাল ৭টা থেকে নামজের মাঠে উপস্থিত ছিলেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে তাঁরা সুন্দরভাবে নামাজ আদায় করে প্রত্যেকে তাঁদের বাড়িতে যান। নামাজ শেষ হলে আমরাও ঘটনাস্থল ত্যাগ করি।’

অন্যদিকে ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের হাট পাগলা পশ্চিম পাড়া গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবারের মতো এবারও ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টায় হাট পাগলা পশ্চিম পাড়া জামে মসজিদের প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. আনারুল ইসলাম।

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

মেলায় মিলল ৬০ কেজি ওজনের কচু

বিজয় দিবস উদ্‌যাপনে মুছে ফেলা হলো জুলাই আন্দোলনের গ্রাফিতি

ময়মনসিংহে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না—তা শতভাগ নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১