হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে খাদ্যবান্ধব কর্মসূচির ১৭৮ বস্তা চাল জব্দ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে খাদ্যবান্ধব কর্মসূচির ১৭৮ বস্তা চাল জব্দ করা হয়। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের নান্দাইলে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজির ১৭৮ বস্তা চাল জব্দ করেছে স্থানীয় জনতা। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কানুরামপুর-কালিয়াপাড়া সড়কের দত্তপুর এলাকায় চালসহ গাড়ি আটকে দেয়। এ সময় চালক কৌশলে পালিয়ে যেতে চাইলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের বেলালাবাদ দত্তপুর এমএন ফিলিং স্টেশনের সামনে থেকে চালসহ গাড়ি জব্দ করে নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান।

জানা গেছে, গতকাল রাতে কালিয়াপাড়া বাজার থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ব্যবসায়ী আবু বক্কর ছিদ্দিক ও মোস্তফা কামাল ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি হারুন অর রশিদের দোকান থেকে ১৭৮ বস্তা চাল গাড়ি করে গৌরীপুর নিয়ে যাচ্ছিলেন।

বিষয়টি স্থানীয় জনতার সন্দেহ হলে দত্তপুর এলাকায় গাড়ি আটকে জিজ্ঞাসা করলে সরকারি চাল বলে স্বীকার করেন। ঘটনা জানাজানি হলে গাড়ির চালক চাল নিয়ে কৌশলে পালানোর চেষ্টা করে। এরপর গৌরীপুর থাকে নান্দাইল রোডে যাওয়ার পথে সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে পুলিশ তাকে আটক করে।

স্থানীয় কালিয়াপাড়া বাজারের জনগণের দাবি, চালগুলো খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার দেলোয়ার হোসেনের গুদাম থেকে নেওয়া হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে ডিলার দেলোয়ার হোসেন রিপন বলেন, ‘জব্দ হওয়া চালগুলো আমার গুদামের নয়। যারা অভিযোগ করছে, তা মিথ্যা। তারপরেও যদি তদন্তে আমার বলে প্রমাণিত হয়, তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’

জানতে চাইলে ব্যবসায়ী ও ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি হারুন-অর রশিদ বলেন, ‘আমি এর সঙ্গে জড়িত নই। কে বা কারা আমার দোকানে চাল রেখেছে। তবে এ বিষয়ে মোস্তফা কামাল কিছু বলতে পারবে।’ এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান বলেন, গাড়িসহ চালের বস্তা জব্দ করে থানায় রাখা হয়েছে। ব্যবসায়ী ও গাড়িচালকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। ডিলারের কাগজপত্র যাচাই-বাছাই করা হবে।

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

মেলায় মিলল ৬০ কেজি ওজনের কচু