হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় নদীতে পড়ে শিশুর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় উব্দাখালী নদীতে ডুবে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম সাহাবিল মিয়া। আজ শনিবার সকালে উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের চত্রংপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু সাহাবিল ওই গ্রামের মো. মাসুদ মিয়া ও শিফা আক্তার দম্পতির ছেলে। 

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, আজ সকালে শিফা আক্তার রান্নার কাজে ব্যস্ত ছিলেন। বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলছিল সাহাবিল। পরিবারের অজান্তেই বাড়ির দক্ষিণ পাশে উব্দাখালী নদীতে পড়ে যায় সে। বাড়ির উঠানে তাকে দেখতে না পেয়ে বাড়ির লোকজনসহ স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির করেন। একপর্যায়ে বাড়ির সামনে নদীতে ভাসমান সাহাবিলের মরদেহ দেখতে পান তাঁরা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

চিকিৎসক সুমন পাল বলেন, শিশু সাহাবিলকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। 

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে শিশু সাহাবিলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন