ময়মনসিংহে নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার বিকেলে নগরীর বাঘমারা এলাকায় অভিযান চালিয়ে ভবন মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ। এ সময় উপস্থিত মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, মেডিকেল অফিসার ডা. রেদাউর রহমান খান, ডা. তাসমিয়া জান্নাত, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদারসহ প্রমুখ।
এ বিষয়ে মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত এডাল্টিসাইড ও লার্ভিসাইড প্রয়োগ করা হচ্ছে। এ ছাড়াও মাইকিং করে নাগরিকদের বারবার সতর্ক করা হচ্ছে।