হোম > সারা দেশ > ময়মনসিংহ

সংবিধান সংস্কার না করলে নির্বাচন দিয়ে সুফল মিলবে না: সাইফুল্লাহ

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

হালুয়াঘাট উপজেলার জয়িতা মার্কেট চত্বরে বক্তব্য দেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব মো. সাইফুল্লাহ। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সদস্যসচিব মো. সাইফুল্লাহ বলেছেন, ‘সেই নির্বাচন দিয়ে কী হবে? যদি আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে গড়া ফ্যাসিস্ট সংবিধান সংস্কার না করতে পারি।’

গতকাল শনিবার রাত ৮টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জয়িতা মার্কেট চত্বরে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থান রক্ষার্থে মৌলিক সংস্কার বিষয়ক আলোচনা ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল্লাহ এসব কথা বলেন।

এ সময় সাইফুল্লাহ কিছু দলের সমালোচনা করে বলেন, ‘আমরা জানি, আপনারা চাচ্ছেন আমরা যেন এই ফ্যাসিস্ট সংবিধান না পরিবর্তন করতে পারি। আপনারাও চান আওয়ামী লীগ যে সিস্টেম বানিয়ে, যে সংবিধান বানিয়ে, এই দেশে যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে, যদি সেগুলো পরিবর্তন হয়ে যায়, তাহলে তো আবার আপনাদের রাস্তাও বন্ধ হয়ে যাবে। কিন্তু সেটা আমরা হতে দেব না। আমরা সংবিধান পরিবর্তন করে ফ্যাসিবাদের সিস্টেমকে রিমডিফাই করে সংস্কার করে নতুন রাজনীতিক বন্দোবস্ত নিয়ে নয়া বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।’

অনুষ্ঠানে হালুয়াঘাট উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আশিকুল ইসলাম আশিকের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন হালুয়াঘাট উপজেলা যুগ্ম সমন্বয়কারী ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম। এ ছাড়া হালুয়াঘাট উপজেলা প্রধান সমন্বয়কারী আবু রায়হান, ঈশ্বরগঞ্জ উপজেলার সমন্বয়কারী মোজাম্মেল হক, ময়মনসিংহ জেলা এনসিপির সদস্য মাসুদ রানা, আবুল হাসনাত হৃদয়, হালুয়াঘাট উপজেলা যুগ্ম সমন্বয়কারী সিয়ামুল হক টুটুলসহ হালুয়াঘাট ধোবাউড়া এনসিপি নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা এ সময় জুলাই গণ-অভ্যুত্থান রক্ষার্থে মৌলিক সংস্কার বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২