জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নানির বাড়ি থেকে সারজিনা (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে পৌর এলাকা উত্তর সীমার পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সারজিনা উত্তর সীমার পাড় এলাকার সমশের আলীর মেয়ে। বগারচর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে সে এইবার এসএসসি পরীক্ষা দিচ্ছে।
স্থানীয়রা জানান, মৃত সারজিনার বাবা-মা জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য ঢাকা থেকে কয়েক দিন আগে নানির বাড়িতে আসে সারজিনা।
নিহতের নানি সুরাইয়া বেগম জানান, কয়েক দিন থেকে জ্বরে ভুগছেন তিনি। গতকাল সন্ধ্যার দিকে ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে উঠে নাতনিকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন। এ অবস্থা দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাঁর নাতনিকে নামিয়ে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে।