হোম > সারা দেশ > ময়মনসিংহ

চুরি হওয়া ৪০ মোবাইল ফোন উদ্ধার করে মালিককে ফেরত দিল পুলিশ

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি 

উদ্ধার হওয়া মোবাইল ফোন মালিকের কাছে হস্তান্তর করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া এবং হারিয়ে যাওয়া ৪০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

আজ মঙ্গলবার হালুয়াঘাট ও ধোবাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর করা হয়। হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোনের মালিকেরা।

এ সময় জানানো হয় থানায় জিডি (সাধারণ ডায়েরি) করার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করে।

ভুক্তভোগী অনেকেই ধারণা করেছিলেন হয়তো আর খুঁজে পাবে না শখের কেনা প্রিয় মোবাইল ফোনটি। কিন্তু পুলিশের পদক্ষেপে ফিরে পেয়েছেন হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোন।

উপজেলার ঘোষবের এলাকার জাকিয়া সুলতানা বলেন, ‘আমি রান্নাঘরে ছিলাম। ঘরে এসে দেখি মোবাইলটি নেই। অনেক খোঁজাখুঁজি করেও পাইনি, কিছুদিন পরে থানায় জিডি করেছিলাম এখন আমি মোবাইলটি পাইয়া অনেক আনন্দ লাগছে।’

গাতী গ্রামের শামসুল ইসলাম বলেন, ‘আমার পুত্রবধূ মোবাইলটা চার্জে দিয়ে বাড়ির বাইরে গিয়েছিল, ঘরে এসে দেখে মোবাইল হারিয়ে গেছে, আজ মোবাইল পেয়ে ভালো লাগছে।’

হালুয়াঘাট সহকারী পুলিশ সুপার হালুয়াঘাট ধোবাউড়া সার্কেল সাগর সরকার বলেন, মোবাইল ফোন হারিয়ে দুই উপজেলার বিভিন্ন এলাকার ভুক্তভোগীরা জিডি করেছিলেন হালুয়াঘাট ও ধোবাউড়া থানায়। পুলিশের সাইবার ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনের আইএমই নম্বর শনাক্ত করে অভিযান পরিচালনা করে।

তিনি আরও বলেন, গাজীপুর, মাওনা, সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৪০টি মোবাইল উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক মূল্য হবে ১০ দশ লাখ। মোবাইলগুলো উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করা হয়েছে।

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা