হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ নেতা কারাগারে 

ময়মনসিংহ প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর অভিযোগে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ সোমবার তাঁকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। পরে বিচারক আগামীকাল মঙ্গলবার শুনানির দিন ধার্য করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উপপরিদর্শক নাছিমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। 

নাছিমা আক্তার বলেন, জেলা গোয়েন্দা পুলিশ নওশেল আহমেদ অনির ১০ দিন রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন জাহান আগামীকাল রিমান্ড শুনানির দিন ধার্য করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে গতকাল রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে অনিকে গ্রেপ্তার করে র‍্যাব। বিজ্ঞপ্তিতে র‍্যাব ১৪ জানায়, ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নওশেল আহমেদকে পিস্তল হাতে মিছিলে দেখা গেছে। 

উল্লেখ্য, গত ১৯ জুলাই সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান কলেজছাত্র রেদোয়ান হোসেন সাগর (২৪)। তিনি নগরীর আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামানের ছেলে ও ফুলবাড়িয়া কলেজের সম্মান (অনার্স) চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

ওই ঘটনায় গত ২৪ জুলাই কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজগর আলী বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০–২০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

ময়মনসিংহে টমেটোখেতে ‘মড়ক’, দিশেহারা কৃষক

পদোন্নতির ডাক পেলেন শেখ হাসিনার সাজা প্রত্যাখ্যান করা শিক্ষক মাসুদ রানা