হোম > সারা দেশ > নেত্রকোণা

গরুর বাছুর খুঁজতে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে আব্দুল মালেক (৩০) নামে নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের ধানখেতের আইলের সঙ্গে পানি জমে থাকা গর্ত থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে গরুর বাছুর খুঁজতে গিয়ে নিখোঁজ হন তিনি।

মৃত যুবক কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের আজিজুল রহমানের ছেলে। 

স্থানীয় লোকজন ও পুলিশ বলছে, শুক্রবার বিকেলে আব্দুল মালেক ইন্দ্রপুর গ্রামে গরুর বাছুর খুঁজতে বের হন। এরপর সন্ধ্যায় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পরে শনিবার সকালে ধানখেতের আইলের সঙ্গে পানি জমে থাকা গর্তে তাঁর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। 

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিউল্ল্যাহ মির্জা বলেন, ‘আব্দুল মালেক একজন প্রতিবন্ধী যুবক। ধারণা করছি, গরুর বাছুর খুঁজতে গিয়ে খেতের আইল দিয়ে যাওয়ার সময় পানি জমে থাকা গর্তে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড