নান্দাইল (ময়মনসিংহ): নান্দাইলে মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতেরা হলেন, উপজেলার বাঁশহাটি গ্রামের আব্দুল খালেক (৭০) ও মো. সাহাব উদ্দিন (৪৫)। আজ শুক্রবার সকালে নান্দাইল চৌরাস্তার আঠারোবাড়ি আঞ্চলিক সড়কের বড়াইগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, অটোরিকশাটি যাত্রী নিয়ে উপজেলার আঠারোবাড়ি যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশার আরোহী আব্দুল খালেক। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক আরেক আরোহী মো. সাহাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত মজিবুর রহমানের অবস্থা অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়রা মাইক্রোবাস ও চালকেক আটক করে।
নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, অটোরিকশা করে যাত্রী নিয়ে আঠারোবাড়ি যাওয়ার পথে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুজন নিহত হন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে।