হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

প্রতিনিধি

নান্দাইল (ময়মনসিংহ): নান্দাইলে মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতেরা হলেন, উপজেলার বাঁশহাটি গ্রামের আব্দুল খালেক (৭০) ও মো. সাহাব উদ্দিন (৪৫)। আজ শুক্রবার সকালে নান্দাইল চৌরাস্তার আঠারোবাড়ি আঞ্চলিক সড়কের বড়াইগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, অটোরিকশাটি যাত্রী নিয়ে উপজেলার আঠারোবাড়ি যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশার আরোহী আব্দুল খালেক। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক আরেক আরোহী মো. সাহাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত মজিবুর রহমানের অবস্থা অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়রা মাইক্রোবাস ও চালকেক আটক করে।

নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, অটোরিকশা করে যাত্রী নিয়ে আঠারোবাড়ি যাওয়ার পথে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুজন নিহত হন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে।

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার