হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে গ্রামীণ ঐতিহ্যবাহী বয়স্ক ক্রীড়া অনুষ্ঠিত

প্রতিনিধি, নান্দাইল

ময়মনসিংহের নান্দাইলে আল ফালাহ্ যুব সংঘের উদ্যোগে গ্রামীণ ঐতিহ্যবাহী বয়স্ক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঈদের ২য় দিন বৃহস্পতিবার উপজেলার বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর খালপাড় এলাকায় জাঁকজমকপূর্ণ পরিবেশে সকাল ১১টায় এ ক্রীড়া অনুষ্ঠান শুরু হয়।

বয়স্ক ক্রীড়া অনুষ্ঠানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হাঁস ধরা, হাঁড়ি ভাঙা, পেশি টান, তৈলাক্ত কলা গাছে ওঠা সহ বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় বিভিন্ন গ্রাম থেকে আসা বয়স্ক খেলোয়াড় অংশ গ্রহণ করেন। খেলা শেষে সেরা খেলোয়াড়ের হাতে এলইডি টিভি সহ অন্যান্য বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

আল ফালাহ্ যুব সংঘের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন মিরপুর ইংলিশ ভার্সন কলেজের প্রভাষক নাইমুর রহমান শফিক। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বায়োকন লিমিটেডের এমডি আলহাজ্ব আলাউদ্দিন আকন্দ নাজিম। এ সময় করোনা ভাইরাসে প্রতিরোধে ১ হাজার ৫ শ মাস্ক বিতরণ করা হয়। স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠান পরিচালিত হয়। অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ছিলেন, ১ নম্বর বেতাগৈর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেতাগৈর ইউনিয়নের বিএনপির সভাপতি মো. আব্দুস সালাম খোকন শিকদার, ইউপি সদস্য মজিবুর রহমান মজু, মো. আব্দুল মান্নান মিন্টু, বিমান বন্দর থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনসুর আহমেদ মাসুদ, আল ফালাহু যুব সংঘের সভাপতি মো. ওমর ফারুক ও সাংবাদিক মিন্টু মিয়া।

প্রসঙ্গত, ২০১৬ সালে আল ফালাহ্ যুব সংঘ প্রতিষ্ঠিত হয়ে শিক্ষা ও সামাজিক বিভিন্ন কাজে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। সংঘটি প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ, দরিদ্রদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান, শীত বস্ত্র বিতরণ, ইফতার মাহফিলের আয়োজন, বিভিন্ন খেলাধুলার আয়োজনসহ করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতায় মাস্ক বিতরণ করেছে।

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ