জামালপুর জেলার ঐতিহাসিক নদীবন্দর বাহাদুরাবাদ ঘাট ও গাইবান্ধার বালাসীঘাটের মধ্যে পরীক্ষামূলক লঞ্চ সার্ভিস চালু হয়েছে। শনিবার বাহাদুরাবাদ ঘাটে পরীক্ষামূলক এ লঞ্চ সার্ভিসের উদ্বোধন করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এর আগে প্রতিমন্ত্রী বাহাদুরাবাদ ঘাটে নৌ-টার্মিনাল ভবনের উদ্বোধন করেন।
বাহাদুরাবাদ ঘাট ও বালাসীঘাটের নৌপথের দূরত্ব ৩৯ কিলোমিটার। এর মধ্যে ১০ কিলোমিটার নৌ-চ্যানেল খনন করা হয়েছে। খননকৃত এই চ্যানেলের প্রস্থ ৩৭ মিটার। বেসরকারি ও বিআইডব্লিউটিএর একাধিক ড্রেজার দ্বারা মোট ১৮ দশমিক ২০ লাখ ঘনমিটার বালু সরানো হয়েছে খননকৃত চ্যানেল থেকে। এর মধ্যে বেসরকারি ড্রেজার দ্বারা খনন করা হয়েছে ১৫ লাখ ঘনমিটার। ব্যয় হয়েছে ২৫ কোটি ৩৪ লাখ টাকা। উক্ত চ্যানেলে বর্তমানে ৯-১০ ফুট পানি আছে।
এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।