হোম > সারা দেশ > শেরপুর

অটোরিকশা পাওয়ার কয়েক ঘণ্টা পর নদীতে মিলল চালকের লাশ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 

আজ সোমবার দুপুরে ভোগাই নদীতে সিএনজি অটোরিকশাটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের এক দিন পর মো. হুমায়ুন (৩৫) নামের এক সিএনজি অটোরিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে পৌর শহরের আমবাগান এলাকার ভোগাই নদীতে লাশটি ভাসছিল। এর আগে দুপুরে নদীতে হুমায়ুনের চালানো সিএনজি অটোরিকশাটি পাওয়া যায়।

হুমায়ুন শেরপুরের নকলা উপজেলার ডুকুরিয়া গ্রামের খোকা মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সকালে ভোগাই নদীতে একটি সিএনজি অটোরিকশা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ নদী থেকে এটি তোলে। নম্বরপ্লেট দেখে ঝর্ণা খাতুন নামের এক নারী এটি তাঁর স্বামীর সিএনজি অটোরিকশা বলে শনাক্ত করেন। পরে বিকেলে অটোরিকশা উদ্ধার হওয়া স্থান থেকে আধা কিলোমিটার দূরে শহরের আমবাগান এলাকার ভোগাই নদীতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।

হুমায়ুনের স্ত্রী ঝর্ণা খাতুন জানান, গত শনিবার রাত ১০টার দিকে হুমায়ুন বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। পরদিন গতকাল রোববার তাঁর সঙ্গে একবার মোবাইল ফোনে কথা হলেও এর পর থেকে ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, নদী থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১