হোম > সারা দেশ > জামালপুর

মধ্যরাতে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলায় বিনা আক্তার (২২) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের পূর্ব শ্যামপুর এলাকার কমিউনিটি ক্লিনিকের পাশ থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়েছে পুলিশ। আজ বুধবার ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নিহত বিনা আক্তার ওই এলাকার মৃত বাদশা মিয়ার মেয়ে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘরে শুয়ে পড়েন বিনা আক্তার। রাত ১২টার দিকে বিনার মা ঘরে গিয়ে দেখতে পান তিনি ঘরে নেই। পরে তিনি খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দেখেন কমিউনিটি ক্লিনিকের পাশে পড়ে আছেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। 

নিহত তরুণীর মামাতো বোন মিনারা বেগম বলেন, ‘স্থানীয় কিছু লোকের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার জমি নিয়ে বিরোধের জেরে আমাদের সাথে সারা দিন ঝগড়া হয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’ 

জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ ও মেলান্দহ সার্কেল) সজল কুমার সরকার বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। কী কারণে ওই নারীকে হত্যা করা হয়েছে তা এখনো বলা যাচ্ছে না। হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। এ নিয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার