হোম > সারা দেশ > নেত্রকোণা

চালককে অজ্ঞান করে ইজিবাইক নিয়ে পালানোর সময় আটক ২

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় নেশাজাতীয় দ্রব্য খাইয়ে চালককে অজ্ঞান করে ইজিবাইক নিয়ে পালানোর সময় আবদুল জলিল (৪০) ও আশরাফুল (২৬) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আজ শুক্রবার থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার আশরাফুলের বাড়ি নান্দাইল উপজেলার কুতুবপুরে এবং জলিলের কেন্দুয়া উপজেলার নওপাড়ায়।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে আশরাফুল ও আবদুল জলিল যাত্রীবেশে রনির ইজিবাইকে উঠে উপজেলার বেখৈরহাটি বাজারের উদ্দেশে রওনা দেন। একপর্যায়ে পথে ইজিবাইক চালক রনিকে নেশাজাতীয় দ্রব্য মেশানো জুস খেতে দেওয়া হয়। এতে রনি অচেতন হয়ে পড়লে যাত্রীবেশে থাকা ব্যক্তিরা ইজিবাইকটি নিয়ে পালানোর চেষ্টা করেন। তখন স্থানীয় লোকজন এগিয়ে এসে অচেতন অবস্থায় চালক রনিকে উদ্ধার এবং আশরাফুল ও জলিল নামের দুই ব্যক্তিকে আটক করেন। পরে পুলিশ গিয়ে ইজিবাইকটি জব্দ এবং আটক দুই ব্যক্তিকে থানায় সোপর্দ করেন।

অসুস্থ রনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে এ ঘটনায় ইজিবাইকের চালক রনির বাবা উমেদ আলী বাদী হয়ে আজ শুক্রবার কেন্দুয়া থানায় একটি মামলা করেন।

কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি আশরাফুল ও আবদুল জলিলকে আদালতে পাঠানো হয়েছে।

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু