হোম > সারা দেশ > ময়মনসিংহ

শেখ মুজিব-হাসিনাকে নিয়ে কটূক্তি, ৮ বছর পর স্বপদে ফিরলেন জাককানইবি কর্মকর্তা

জাককানইবি প্রতিনিধি 

এহসান হাবিব। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সহকারী রেজিস্ট্রার এহসান হাবিব টানা ৮ বছর পর স্বপদে পুনর্বহাল হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে বরখাস্ত হয়েছিলেন তিনি।

রোববার (১৮ মে) বেলা ২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন হাইকোর্টের রায় বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে বরখাস্ত হওয়া ওই কর্মকর্তাকে স্বপদে (সহকারী রেজিস্ট্রার) যোগদানের আদেশ দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে তৎকালীন প্রশাসন এহসান হাবিবকে প্রথমে সাময়িক এবং পরে স্থায়ী বরখাস্ত করে। এ ঘটনায় ভুক্তভোগী স্বপদে পুনর্বহাল চেয়ে ২০১৮ সালে উচ্চ আদালতের দ্বারস্থ হন। এরপর দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর সংশ্লিষ্ট বিচারক এই মামলার রায় দেন। রায়ে বিজ্ঞ আদালত এহসান হাবিবের বহিষ্কারাদেশ অবৈধ ঘোষণা করে ৬০ কার্যদিবসের মধ্যে বকেয়া বেতন-ভাতা ও পদোন্নতি দেওয়ার আদেশ দেন।

আর এ ঘটনার টানা ৮ মাস পর হাইকোর্টের রায়ের কপি হাতে পেয়ে চলতি বছরের ১৩ মে হাইকোর্টের রায় বাস্তবায়ন চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনে লিখিত আবেদন করেন এহসান হাবিব। এই আবেদন বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁর বহিষ্কারাদেশ বাতিল করে স্বপদে যোগদানের আদেশ দেয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়নের লক্ষ্যে এহসান হাবিবের বরখাস্তের আদেশ বাতিল করে স্বপদে যোগদানের আদেশ দিয়েছে।

স্বপদে ফিরে এহসান হাবিব বলেন, ‘জুলুমের অবসান হওয়ায় আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। এ ছাড়া আদালতের রায় দ্রুত সময়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত