হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভুয়া কাগজ বানিয়ে বাসা দখলের অভিযোগ আ.লীগ নেত্রীর বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য মমতাজ জাহান মিতুর বিরুদ্ধে ভুয়া কাগজ বানিয়ে বাসা দখলের অভিযোগ উঠেছে। আজ শনিবার ঈশ্বরগঞ্জ পৌর এলাকার কাকনহাটি গ্রামে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ তুলেছে ইসহাক মিয়া নামের স্থানীয় এক ব্যক্তির পরিবার। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ইসহাকের পুত্রবধূ মোছা সাজমুন্নাহার সাজু। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৮ সালে কাকনহাটি গ্রামে ইসহাকের বাসা ভাড়া নেন আওয়ামী লীগ নেত্রী মিতু। এরপর ২০২১ সাল থেকে তিনি বাসার ভাড়া দেওয়া বন্ধ করে দেন। এর কিছুদিন পর ভুয়া কাগজপত্র তৈরি করে নিজেকে বাসার মালিক বলে দাবি করেন। এ অবস্থায় বাসা ছাড়ার জন্য তাঁকে তিনটি আইনি নোটিশ পাঠানো হলেও তিনি বাসা ছাড়েননি। 
 
তবে যোগাযোগ করা হলে মিতু বলেন, ‘ওই বাসা আমি ইসহাক মিয়ার কাছ থেকে সাড়ে ২৮ লাখ টাকা দিয়ে বায়নাপত্র দলিলে কিনেছি। আমার কাছে সব ধরনের ডকুমেন্ট আছে।’

এ বিষয়ে পৌরসভার মেয়র মো. আব্দুস ছাত্তার বলেন, ‘ইসহাকের ওই বাসায় ভাড়া থেকে মিতু বর্তমানে নিজেই মালিক বলে দাবি করছেন। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার আমার কাছে লিখিত অভিযোগ দিয়েছে। আমি এটি স্থানীয় প্রশাসনসহ জনপ্রতিনিধিদের জানিয়েছি। অচিরেই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

ভালুকায় পিটিয়ে হত্যা: চাকরিতে ইস্তফা দিতে বাধ্য করে জনতার হাতে তুলে দেওয়া হয়— র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

মেলায় মিলল ৬০ কেজি ওজনের কচু

বিজয় দিবস উদ্‌যাপনে মুছে ফেলা হলো জুলাই আন্দোলনের গ্রাফিতি