হোম > সারা দেশ > ময়মনসিংহ

সাংবাদিক নাদিম হত্যা: প্রধান আসামি বাবুসহ ৫ জনের জামিন নামঞ্জুর

জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ পাঁচজনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে তৃতীয়বারের মতো আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করা হলো। আজ সোমবার বকশীগঞ্জ আমলি আদালতের বিচারক তানভীর আহম্মেদ এ জামিন আবেদন নামঞ্জুর করেন। 

মামলার বাদীপক্ষের আইনজীবী জানান, সাংবাদিক রব্বানি হত্যা মামলায় গ্রেপ্তার ১৭ আসামির মধ্যে প্রধান আসামি বাবু, মকবুল হোসেন, জাকিরুল, রেজাউল ও মনিরুজ্জামান জামিনের আবেদন করেন। বিচারক বাদী ও বিবাদী উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করেন। এ নিয়ে তৃতীয়বারের মতো আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। 

উল্লেখ্য, গত ১৪ জুন কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ পাটহাটি এলাকায় হামলার শিকার হন বাংলা নিউজের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানি নাদিম। পরদিন ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় ১৭ জুন নিহত রব্বানির স্ত্রী বাদী হয়ে ইউপি চেয়ারম্যান বাবুসহ ২২ জনের নামে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না—তা শতভাগ নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

ময়মনসিংহে টমেটোখেতে ‘মড়ক’, দিশেহারা কৃষক