ময়মনসিংহের ভালুকায় রিতা আক্তার (১৬) নামের এক গার্মেন্টস কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার হবিরবাড়ী গ্রামের ডাইভারপাড়া এলাকায় শাহাব উদ্দিন ফকিরের বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানান, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে রিতা আক্তার। রিতা ও তাঁর বড় বোন আকলিমা আক্তার ভালুকা উপজেলার হবিরবাড়ী গ্রামের ডাইভারপাড়া শাহাব উদ্দিন ফকিরের বাসায় ভাড়া থাকেন। তাঁরা সেখানে একটি গার্মেন্টসে চাকরি করেন। গতকাল রোববার রাতে আকলিমা কর্মস্থলে থাকা অবস্থায় রিতা আক্তার ঘরে আত্মহত্যা করেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা-পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভালুকা মডেল থানার এস আই নুরুল হক বলেন, গার্মেন্টস কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।