হোম > সারা দেশ > নেত্রকোণা

ডুবে যাওয়া ট্রলার থেকে চালকের লাশ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ডুবে যাওয়া কয়লাভর্তি ট্রলার থেকে চালকের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ বুধবার সকালে শহরের সেতুসংলগ্ন উদ্বাখালী নদ থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার রাতে ট্রলারটি ডুবে যায়।  

নিহত চালকের নাম দেলোয়ার হোসেন (২৫)। তিনি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বালিয়াঘাট গ্রামের মিয়া হোসেনের ছেলে। 

দেলোয়ার হোসেনের ভাই আয়নাল হক জানান, গত সোমবার তাহিরপুরের বালিয়াঘাট এলাকা থেকে ২০ টন কয়লা নিয়ে দোলোয়ারসহ ছয়জন একটি ইঞ্জিনচালিত স্টিলবডির ট্রলারে করে কলমাকান্দার উদ্দেশে রওনা হন। 

মঙ্গলবার সন্ধ্যায় উব্দাখালী নদীর সেতুসংলগ্ন এলাকায় কয়লামহাল ঘাটে ট্রলারটি ভিড়িয়ে রাখেন। পরে খাওয়াদাওয়া শেষে রাতে তাঁরা ওই নৌকায় ঘুমান। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ করে নৌকায় পানি উঠতে শুরু করে। এতে নৌকাটি পানিতে তলিয়ে যাচ্ছিল। তখন ছোটাছুটি করে নৌকায় থাকা অন্য পাঁচ শ্রমিক বের হয়ে পাড়ে ওঠে যান। তবে চালক দোলোয়ার নৌকা থেকে বের হতে পারেননি।

কলমাকান্দা ফয়ার সার্ভিসের লিডার এমদাদুল হক আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ডুবে যাওয়া নৌকার ভেতর থেকে চালক দেলোয়ার হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, দেলোয়ারের পরিবারের লোকজন থানায় এসেছেন। তাঁদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।

 

 

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার