হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় অটোরিকশায় ফেলে যাওয়া সাড়ে ৪ লাখ টাকা উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় অটোরিকশায় ফেলে যাওয়া সাড়ে চার লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার বিকেলে জেলা শহরে থাকা সিসি ক্যামেরা ফুটেজ চেক করে অটোরিকশা শনাক্তের পর চালকের কাছ থেকে ওই টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হারুন অর রশিদ এসব তথ্য জানান। 

ভুক্তভোগী মো. মোশারফ হোসেন। তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে কর্মরত। তাঁর বাড়ি জেলা শহরের কুরপাড় এলাকায়। 

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হারুন অর রশিদ জানান, মোশারফ হোসেন সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ব্যাংক থেকে সাড়ে চার লাখ টাকা তুলে ব্যাগে নিয়ে অটোরিকশা করে নিজ বাসা কুরপাড় যাচ্ছিলেন। পথে অসাবধানতাবশত টাকার ব্যাগটি অটোরিকশায় রেখে চলে যান তিনি। পরবর্তীতে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে টাকার ব্যাগটিসহ অটোরিকশাটিকে না পেয়ে নেত্রকোনা জেলা পুলিশের সিসিটিভি মনিটরিং সেন্টারে শরণাপন্ন হন। 

পুলিশ সুপার আরও জানান, বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। ঘটনাস্থলের আশপাশে স্থাপিত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় অটোরিকশাটিকে শনাক্ত করা হয়। সে অনুযায়ী অটোরিকশাচালককে শনাক্ত করে, চালকের হেফাজত থেকে হারিয়ে যাওয়া ৪ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। 

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২